অন্তর্দ্বন্দ্ব
ঈশা আবার অফিস থেকে ফিরে এসে শুনতে পেল মা ও ভাইয়ের দ্বন্দ্ব চলছে ঈশা বিয়েতে কি রং এর শাড়ি পড়বে তাই নিয়ে। হঠাৎ তার মনে পড়ে গেল পাঁচ বছর আগে সে ও তার পুরোনো প্রেমিক এই বিষয়ে বেশ কিছু সময় দ্বন্দ্ব করেছিল তাদের বিয়েতে কে কি রং এর পোশাক পড়বে তাই নিয়ে। কালবিবর্তনে কবেই পিছনে ফেলেছে সেই প্রেমিকের স্মৃতি, মনে মনে ভেবে ঈশা অবাক হলো কারণ দ্বন্দ্ব তখনো ছিল আজও আছে। পার্থক্য শুধু তখন ছিল বর্ণ দ্বন্দ্ব , আজ অন্তর্দ্বন্দ্ব।
No comments:
Post a Comment