মৃতের সাগর বলতে আমরা সাধারণত বুঝি মূলত জর্ডান নদীর দক্ষিণ দিকে যে উপসাগর সৃষ্টি হয়েছে তাকে। যেখানে অল্প কিছু ব্যাকট্রিয়া ছাড়া কোন উদ্ভিদ বা প্রাণী জীবিত থাকতে পারে না। কিন্তু শুধুই কি পৃথিবীতে এই একপ্রকার মৃতের সাগর রয়েছে?
আমার কিন্তু কখনোই তা মনে হয়না, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে অনবরত অনাহারে মারা যাচ্ছে মানুষ। খাদ্যাভাবে চলে যাচ্ছে হাজারো মানুষের প্রাণ এবং এই মৃত্যুর মিছিল ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা কি মৃত্যুসাগর নয়?
এছাড়া, কিছু মুষ্টিমেয় স্বার্থলোভী লোকের জন্য দেশে দেশে ক্ষমতার অপব্যবহারের যুদ্ধ সৃষ্টি হচ্ছে যেখানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে নিষ্পাপ প্রাণ সমূহ। সেই মৃতদেহের দল যেন ধাক্কা মারছে উন্নত মানব সভ্যতার বুকে ক্রমাগত। ঠিক যেমন মৃত সাগরের ধারে আছড়ে পড়ে লবণাক্ত ঢেউ। এই প্রকার মানুষের মৃত্যুর ঢেউ কি একপ্রকার মৃতের সাগর নয়?
পৃথিবীতে এই মৃতের সাগর ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান। কোথাও তা প্রকৃতির শ্রেষ্ঠ কোথাও মনুষ্য দ্বারা সৃষ্ট বর্তমানে ক্রমবর্ধমান।
No comments:
Post a Comment