Tuesday, April 21, 2020

স্বপ্ন

মঞ্চের সামনে অনেক লোক আর বক্তৃতার স্থানে পিয়ালী দাঁড়িয়ে.. নিজে কিভাবে সেরা অভিনেত্রীর পুরষ্কারটা পেল তার বর্ণনা দিচ্ছে...
ঠিক সেইসময় সঞ্জনার ধাক্কাতে পিয়ালীর ঘুমটা ভেঙে গেল।
সঞ্জনা বলল, 'মহারানী এতো ঘুমোলে চলবে! ঘরের কাজগুলো কি আমি একা করব নাকি? আমিও ভোর রাত্রেই ঘুমোতে পেরেছি।'
কথাটা শুনেও শুনলো না পিয়ালী। তার চোখে এখনও সেই স্বপ্ন লেগে আছে। একদিন এই স্বপ্নের জন্যেই বিনয়দা'র হাত ধরে শহরে এসেছিল গ্ৰাম থেকে.. অভিনয়টাকে সে ছোটবেলা থেকেই খুব ভালোবাসতো আর স্বপ্ন ছিল, একদিন বিখ্যাত অভিনেত্রী হবে! তাই হয়তো এই কোঠাবাড়িতে প্রতিটি রাত্রেই তাকে ক্রমাগত নিজের সাথে অভিনয় করে যেতে হচ্ছে।

No comments:

Post a Comment

Shilajit Resin

Shilajit Resin Tap into your full potential with India’s first clinically researched, purified shilajit resin, sourced from 18,000 feet of t...