বুবান বাবাকে বললো, 'বাপি আজ দুপুরে বিরিয়ানি খাবো না, আমাকে বাইরে কোথাও নিয়ে চলো। সেখানে লাঞ্চ করব।'
অমরেশ কম্পিউটারে কাজ করতে করতে জবাব দিল, 'আজ হবে না বাবু! কাল নিয়ে যাবো।'
কথাটা শোনামাত্র বুবান রাগে তার হাতের বিরিয়ানির প্যাকেট টা জানালা দিয়ে ফেলে দিলো....
রাস্তা দিয়ে একটি ছেলে যাচ্ছিল বুবানের বয়সেরই হয়তো। হঠাৎ উপর থেকে কিছু পড়তে দেখে সে দৌড়ে গেল এবং তাতে খাবার দেখতে পেয়ে যেন হাতে স্বর্গ পেল। তুলে নিয়ে তখনই সে গোগ্রাসে গিলতে লাগলো আর তার মনে পড়ল, মা কাল রাতে বলেছিল, 'আজ ঘুমো বাবু, কাল ঠিক ভগবান কিছু জুটিয়ে দেবে।'
অমরেশ কম্পিউটারে কাজ করতে করতে জবাব দিল, 'আজ হবে না বাবু! কাল নিয়ে যাবো।'
কথাটা শোনামাত্র বুবান রাগে তার হাতের বিরিয়ানির প্যাকেট টা জানালা দিয়ে ফেলে দিলো....
রাস্তা দিয়ে একটি ছেলে যাচ্ছিল বুবানের বয়সেরই হয়তো। হঠাৎ উপর থেকে কিছু পড়তে দেখে সে দৌড়ে গেল এবং তাতে খাবার দেখতে পেয়ে যেন হাতে স্বর্গ পেল। তুলে নিয়ে তখনই সে গোগ্রাসে গিলতে লাগলো আর তার মনে পড়ল, মা কাল রাতে বলেছিল, 'আজ ঘুমো বাবু, কাল ঠিক ভগবান কিছু জুটিয়ে দেবে।'
No comments:
Post a Comment